FAQ/bn: Difference between revisions

From Wikimedia Foundation Governance Wiki
< FAQ
Content deleted Content added
m Fixing links to Wikimedia projects and applying protocol-relative URL
m Adding protocol to links with unsupported HTTPS
Line 61:
* নতুন নতুন প্রযুক্তি ও প্রক্রিয়া তৈরি করা ও নিশ্চিত করা যেনো উইকিপিডিয়ার মৌলিক উন্মুক্ততা নষ্ট না হয়। যাঁরা কারিগরী বিষয়ে আগ্রহী তাঁদের জন্য [[:mw:Help:Extension:FlaggedRevs|সম্পাদনা ফ্ল্যাগিং]] ও [[:w:en:Wikipedia:Edit_filter|সম্ভাব্য সমস্যাযুক্ত পরিবর্তন চিহ্নিতকরণ]] প্রযুক্তি দুটি কার্যকর ধারণা নিতে সহায়তা করবে।
* আমাদের সম্পাদকদের গ্লোবাল সম্প্রদায়, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী, এবং চিন্তাবিদদের সাথে আমাদের উন্নয়ন কৌশল বিষয়ে পরামর্শ করা, যেনো আমরা আরও বেশি মানুষকে এই কাজের সাথে যুক্ত করতে পারি। এছাড়াও এর মাধ্যমে উচ্চমান সম্পন্ন রিসোর্স, স্বেচ্ছাসেবীর পরিমাণ বৃদ্ধির চেষ্টাও আমাদের চেষ্টা রয়েছে। আমাদের পাঁচ বছর মেয়াদী কৌশলভিত্তিক পরিকল্পনা সম্পর্কে আরও জানতে আমাদের [//strategy.wikimedia.org/ প্রকল্প ওয়েবসাইটটি] দেখুন।
* উইকিমিডিয়া কার্যক্রমের বিভিন্ন কাজকে সহায়তা প্রদানের জন্য সমৃদ্ধ তালিকামূলক ড্যাশবোর্ড তৈরি করা। আরও দেখুন আমাদের [http://stats.wikimedia.org/reportcard/ মাসিক প্রতিবেদন পত্র] এবং [http://stats.wikimedia.org/ পরিসংখ্যান প্রবেশদ্বার]।
 
পরিশেষে, এটি আমাদের লক্ষ্য যে, এখন পর্যন্ত করে আসা এই কাজগুলোকে রক্ষা করা। এই সম্ভবনা নিশ্চিত করা যে, এতোদিন ধরে গড়ে এই বৃহৎ কর্মকাণ্ড কোনো দূর্যোগ বা কারিগরী সমস্যার কারণে নিশ্চিহ্ন না হয়, সেই সাথে নিশ্চিত করা যে এটির অংশ নিয়মিত আরও বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। আমারা সদ্য শুরু হওয়া কোনো উত্তেজনাপূর্ণ প্রতিষ্ঠান নই যা, দুই বছরেই নিশ্চিহ্ন হয়ে যাবে – আমরা এই কাজ শুরু করেছি একটি লম্বা সময়ের জন্য।

Revision as of 11:12, 28 March 2013

উইকিমিডিয়া ফাউন্ডেশন - প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন ২০১০